স্কুল যাই আর আসি!

blacksmith

প্রাইমারি স্কুলে পড়ার সময় আমাকে যেতে হতো রায়গঞ্জ বাজারের পাশ দিয়ে। বাজারের মোড়েই ছিল কামারখানা। স্কুল যাওয়ার সময় একবার এবং বাড়ি ফেরার সময় একবার দাড়িয়ে থাকতাম। সবচেয়ে মজা লাগতো হাপরের কারসাজি। সামান্য কিছু কয়লাকে কি সুন্দর করে টকটকে লাল আগুন বানিয়ে ফেলত! কী সুন্দর আগুনের রং। আরো মজা পেতাম যখন সেই কয়লার আগুনে লোহা গরম করত। কয়লার রং আর লোহার রং এক হয়ে যেত। তারপরেই আসল খেল। দুজন সুন্দর ছন্দে (উপরের ছবিটি দেখুন) সেই গরম লোহা পিটিয়ে পিটিয়ে একটা করে আকৃতি দিত। কোনদিন দা, কোনদিন বটি আবার কখনো কাস্তে। বড় সুন্দর ভষ্কর্য।

উপরের ছবিটি তুলেছিলাম গত বছর বর্ষায়। রায়গঞ্জেই। তবে আমার সেই ছেলেবেলার জায়গা বা কামারদের নয়। এরা নতুন। কিন্তু কানের পরতে সেই পুরনো ঝঙ্কার। ছান্দিক আওয়াজ আমাকে টেনে নিয়ে গিয়েছিল। তুলেছিলাম এই ছবি।